শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন

গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় ডিসি: আমার অত্যন্ত আবেগের জায়গা চুনারুঘাট

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২৮২ বার পঠিত

নুরউদ্দিন সুমন : হবিগঞ্জেরচুনারুঘাট উপজেলা প্রশাসনের সরকারীকর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গেরসাথে মতবিনিময় সভা করেছেন নবাগতজেলা প্রশাসক ইশরাত জাহান ।মঙ্গলবার( ১৫ জুন) দুপুরেউপজেলা পরিষদের সভাকক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাসত্যজিত রায় দাশ এরসভাপতিত্বে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা তাদেরকার্যালয়ের চলমান উন্নয়ন মূলককর্মকান্ড নিয়ে মতবিনিময় সভাঅনুষ্ঠিত হয়। মতবিনিময়সভায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ তাদেরকার্যালয়ের চলমান উন্নয়ন মূলককর্মকান্ড নিয়ে আলোচনা করেন। এতেউপস্থিত জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তির্গরাউপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসকইশরাত জাহান বলেন, চুনারুঘাটেইকোনমিক জোন বাস্তবায়ন, মরাখোয়াই নদী দখল উচ্ছেঅভিযান অচিরেই চালু হবে। এছাড়াসীমান্তে অবাধ চোরাচালান বন্ধেকঠোর নির্দেশনা দেন তিনি।জেলা প্রশাসক  ইশরাতজাহান জানান, তার পিতামরহুম বীর মুক্তিযোদ্ধা শামসুররহমান ১৯৬৮ সালে চুনারুঘাটে(সিও) সার্কেল অফিসার হিসেবে কর্মরতছিলেন। তিনিবলেন, বাবার কর্মস্থল চুনারুঘাটেআসতে পেরেছি বলে নিজেকেধন্য মনে করছি। আমার অত্যন্ত আবেগের জায়গা চুনারুঘাট। চুনারুঘাটেরউন্নয়ন অগ্রগতি হৃদয় দিয়ে করারচেষ্টা করব। কারণএ উপজেলায় আমার পিতার কর্মস্থলছিল। তিনিআরও বলেন, আমি পিতারমুখে চুনারুঘাট সম্পর্কে অনেক কথা শুনেছিএবং উপলব্ধি করতে পেরেছি।আমি এখানে আমার সবটুকুউজাড় করে সরকারের, আপনাদেরউন্নয়ন প্রত্যাশাকে বাস্তবায়ন করতে চাই।চুনারুঘাটের উন্নয়ন কাজ চলমানরয়েছে সকল উন্নয়ন মুলককাজ বাস্তবায়নের জন্য কাজ করছি।

এজন্য তিনি সকলের সহযোগীতাকামনা করেন। মতবিনিময়সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদেরচেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, উপজেলাসহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্রপাল, অফিসার ইনচার্জ (ওসি)মো: আলী আশরাফ, পৌরমেয়র সাইফুল আলম রুবেল,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদমাসুদ রানা, মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মো: সামছুল হক,কৃষি কর্মকর্তা মো: রমজান আলী,সমাজ সেবা কর্মকর্তা বারেন্দ্ররায়, টিএইচও ডা: মোজাম্মেলহোসেন, প্রেসক্লাবের সহ সভাপতি মো:জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদকমো: জামাল হোসেন লিটন,রিপোটার্স ইউনিটির সেক্রেটারি মো: আবুল কালাম,চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধাগণসহ আরো অনেকেই।মতবিনিময় সভাশেষে তিনি মরা খোয়াইনদী ও চলমান উন্নয়কাজ পরিদর্শন করেন।  উল্লেখ্য গত (৬ মার্চ) হবিগঞ্জ নতুন জেলা প্রশাসকহিসেবে যোগদান করেন ইশরাতজাহান । তিনিএর আগে ভূমি মন্ত্রণালয়েউপ সচিব হিসেবে কর্মরতছিলেন। হবিগঞ্জবিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদকামরুল হাসানকে বদলী করায় ইশরাতজাহান তার স্থলাভিষিক্ত হন। এরআগে সকাল ১০ টায়চুনারুঘাটে জেলা প্রশাসক চুনারুঘাটেপৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষথেকে নবাগত জেলা প্রশাসককেফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com