মোঃ মাসুদ আলম চুনারুঘাট: প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সবুজ ফলজ বৃক্ষ প্রেমি শাহিন আলম ফারুক। তিনি তিনশতাধিক প্রজাতির বিভিন্ন ফলজ বৃক্ষ চারা দ্বারা বৈশিষ্ট্য শাহীন নার্সারী। এটি চুনারুঘাট উপজেলার সর্ববৃহৎ নার্সারী বলে পরিচিত। নার্সারীটি উপজেলার মিরাশী ইউনিয়নের প্রড়াঝার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হরিহরপুর গ্রামে অবস্হিত। স্কুলের পাশে দাড়ালেই দেখা যায় নজর কারা এই প্রাকৃতিক সবুজ দৃশ্য। নিজ হাতে গড়ে তুলেন এই নার্সারী। যে কোন ফলজ বৃক্ষ প্রেমী সেখানে গেলেই মুগ্ধ হন এমন সুন্দর দৃশ্য দেখে। চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার এই নার্সারীর প্রশংসা করে বলেন, নার্সারিতে যেকোন ধরনের সহযোগীতা করা হবে। এছাড়া নার্সারীতে আম, লিচু,কামরাঙ্গা, মাল্টা, কমলা,পেপে, আমলকি, পেয়ারা,জামরুল, জলপাই সহ প্রায় তিন “শত প্রজাতির চারা রয়েছে এই নার্সারীতে। বাড়ীর আঙ্গিনা সাজাতে বিভিন্ন ফুলের চারা ও রয়েছে এখানে। যে কোন বৃক্ষ প্রেমী এই চারা বাগানে গেলে তাদের চাহিদা মতো চারা পেতে পারবেন এই নার্সারীতে। এই চারা বিক্রি করে ব্যাপক মুনাফা অর্জনের কথা ও জানান শাহীন আলম ফারুক।
Leave a Reply