নাজিম উদ্দিন সুহাগ॥ হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের সাড়াশি অভিযানে কুখ্যাত ডাকাত, মাদক মামলা, নারী নির্য়াতনসহ ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে নরপতি গ্রামের ইসাৎ আলীর ছেল নোমান মিয়া(৪১) শানখলা ইউনিয়নের আব্দুল হকের পুত্র কুখ্যাত ডাকাত একাদিক মামলার আসামী মোতাব্বির (৩০), চন্দনার আব্দুস সামাদের ছেলে হানিফ (৬০),ঘরগাও খামার বাড়ী এলাকার আকবর আলীর ছেলে ছিদ্দিক আলী,(৩৫), রওশন আলীর ছেলে আব্দুল আহাদ(২৫), ওসমান পুর গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে জলিল(৪৫), কেউন্দা আব্দুল মান্নানের ছেলে কবির মিয়া (৩৫),কে গ্রেফতার করা হয়। অভিযানে ছিলেন এসআই সজীব দেব রায় ,এসআই হেলাল উদ্দি ও এএসআই হারুনসহ একদল পুলিশ। ওসি কে এম আজমিরুজ্জামান জানান গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্যদেরকে আইনের আওতায় আনতে আমাদের নিয়মিত আভিযান অব্যাহত আছে। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুনারুঘাট রাজু কর্মকার (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ৫ ফেব্রুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিভাগীয় এসআই রতন চন্দ্র গোস্বামীর নেতৃত্বে একদল সিপাহীসহ উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের চানপুর চা বাগান নতুন টিলা এলাকা থেকে ২৫ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়। আটক কৃত রাজু চানপুর চা বাগান নতুন টিলা এলাকা মৃত মিলন কর্মকারের ছেলে। পরে তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করে রাজুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ-পরিচালক ছিদ্দিকুর রহমান। আজ বুধবার আসামীদের হাজতে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply