জসিম উদ্দিন, চুনারুঘাট ॥ চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ১০ জন অসহায় বিধবা মহিলাকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ‘‘৭নং ওয়ার্ড ১০নং মিরাশী ইউ/পি যুব সংঘ”। গত ৬ জানুয়ারি রোজ বুধবার ৭নং ওয়ার্ড ১০নং মিরাশী ইউ.পি যুব সংঘের উদ্যোগে ইউনিয়ন পরিষদ হল রুমে বর্তমান চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্জ রমিজ উদ্দিনের উপস্থিতিতে অসহায় বিধবা মহিলাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এতে রয়েছে চাল,ডাল,তৈল,পিয়াজ, লবন ইত্যাদি। এবং মসজিদের জন্য নামাজের পরে দোয়া সম্বলিত ডিজিটাল সাইন বোর্ড বিতরণ করায়। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম,হিসাব রক্ষক পলাশ আহমেদ, সহকারী হিসাব রক্ষক তাজুল ইসলাম,যুগ্ম আহবায়ক নুর আলম,সুইট আহমেদ, সদস্য মাহফুজুর রহমান ও সদস্যদের অভিভাবককের মধ্য ছিলেন আব্দুল্লাহ চৌধুরী,আব্দুর রশিদ প্রমুখ। ২৫শে ডিসেম্বর তাদেরকে সংঘটনের থেকে ১ বছর মেয়াদী বিধবা কার্ড প্রদান করা হয়। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে মাসে অনুদান গ্রহন করতে পারবেন। সংগঠনের ১ম যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম প্রথমসেবাকে বলেন, আমরা চোখ অপারেশনের রোগী ফয়সল মিয়াকে আর্থিক অনুদান প্রদান করেছি । সংঘটননের আহবায়ক মনিরুজ্জান চৌধুরী ও সহকারী সদস্য সচিব হাফেজ দেলোয়ার হোসেন ফোনে বলেন এই মহত কর্মসূচী অব্যাহত থাকবে। এতে তারা সকলের সহযোগিতা কামনা করেন। অনুদান পেয়ে বিধবা মহিলাগণ এবং তাদের পরিবারের সকলে সংগঠনের সকল সদস্য,পৃষ্টপোষক ও উপদেষ্টা মণ্ডলীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ‘‘একতাই শক্তি একতাই বল একতাই মোদের মূল দল এই স্লোগান’’ কে সামনে রেখে দেশ এবং প্রবাসের এক ঝাক তরুণ যুবকদের নিয়ে সংগঠনটি প্রতিষ্টা করা হয়।
Leave a Reply