টিপু ফরাজী : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জে বাস চাপায় সিএনজি অটোরিকশার ৮ যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেল পৌণে ৫টায় উপজেলার ফুলতলী বাজার এ দুর্ঘটনা ঘটে। এলাকায় খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূইয়া জানান, ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসির একটি বাস উল্লেখিত স্থানে পৌছলে স্থানীয় পানিউমদা থেকে মুড়াউড়াগামী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। অটোরিকশাটি বাসের নীচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই এর আরোহীরা মারা যান। বিকেল ৫টা পর্যন্ত অটোরিকশার ৮ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২ জন মহিলা, ১ জন শিশু ও ৪ জন পুরুষ রয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি।
Leave a Reply