নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাট উপজেলার সতং এলাকার মৃত ফিরুজ মিয়ার ছেলে আহাদ মিয়া (৩৭) দুই পায়ের নিচ থেকে কাটা। হাঁটতে পারেন না। অনেক কষ্টে ভিক্ষা করেই চলে তার সংসার। একটি হুইল চেয়ার পেয়ে আহাদ মিয়া মহা খুশি। আহাদ জানায়, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা কালে দেখা হয়েছিল বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর কণ্যা এনি লস্করের সাথে। তিনি তখন সময় বলেছিলেন তার বাবা কাদির লস্কর পাস করলে একটি হুইল চেয়ার দিবেন। আজ তার মেয়ে এনি লস্করের মাধ্যমে প্রতিশ্রুতি অনুযায়ী এই হুইল চেয়ারটি হাতে পেয়েছি। অনেক কষ্ট করে চলেছি এই গাড়ি পাওয়ায় চলাচলে খুব সুবিধা হলো। আজ ২৩ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদের সিএ ওয়াহিদুল ইসলাম সুমনের মোবাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাদির লস্করের কনিষ্ঠ কন্যা জাতীয় দলের সাবেক খেলোয়াড় নাজমুল হোসেনের সহধর্মিণী হবিগঞ্জ মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা জাহান এনি ঢাকা থেকে ভার্চুয়ালে কথা বলেন প্রতিবন্ধী আহাদের সাথে।
এ সময় আহাদের খোঁজ খবর নেন তিনি। আহাদ এ চেয়ারটি পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পরে এ হুইল চেয়ারটি তাকে প্রদান করা হয়। এটি পেয়ে আহাদ মহা খুশি। মাহমুদা জাহান এনি বলেন, প্রতিবন্ধীদের নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ওদেরকে আদর ভালবাসা দিতে হবে। ওদের মধ্যেও প্রতিভা আছে। সেটি বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে।
Leave a Reply