নিজস্ব প্রতিনিধি : বাহুবলে নবজাগরণ সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শনিবার( ২১ নভেম্বর) দুপুরে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ ক্যাম্পাসে নবজাগরণ সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন কর্তৃক আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবজাগরণ সামাজিক স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী এমপি। নবজাগরণ সামাজিক স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি মোঃ আমির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলিউর রহমান (এমরান) এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাহুবল সার্কেলের সিনিয়র এএসপি মো: পারভেজ আলম চৌধুরী, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাহবুবুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশংয়ের সভাপতি মো: আসকার আলী, বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হুসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তারা মিয়া, নবজাগরণ সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্যদ ও কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাহুবল উপজেলা শাখার সভাপতি বাবু নিরঞ্জন সাহা নিরু, পাঁচগ্রাম নেতা ফয়সল আহমেদ, সানশাইন মডেল হাই স্কুলের পরিচালক এম শামসুদ্দিন,প্রভাষক আব্দুল হাই ভূইয়া, গীতিকার এমআর মামুন, ফরিদ গাজী স্মৃতি সংসদ বাহুবল উপজেলা শাখার সভাপতি হুমায়ুন রশিদ জাবেদ, মাহফুজুর রহমান বিপ্লব প্রমুখ ।
আলোচনা শেষে উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ, বাহুবল অনার্স কলেজ, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে একাদশ শ্রেণীতে সদ্য ভর্তিকৃত গরীব, এতিম, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে গাজী শাহনেওয়াজ বলেন, উচ্চ শিক্ষার প্রসারে প্রথমবারের মতো কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ খুবই প্রশংসনীয়। এসময় তিনি তাদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং বক্তারা নবজাগরণের প্রসংশা করে নবজাগরণের উত্তরোত্তর সফলতা কামনা করে মানব সেবায় সংগঠনকে সহযোগিতার আশ্বাস দেন।
Leave a Reply