বাহুবলে অভিযাত্রী মানবতার কল্যাণ সংগঠনের পুনরায় আব্দাল সভাপতি সম্পাদক তাফিজুর
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় “অভিযাত্রী মানবতার কল্যাণ সংগঠনের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে আব্দাল মিয়াকে সভাপতি, তাফিজুর রহমান মুবিনকে সাধারণ সম্পাদক ও মোঃ ওমর হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
১২ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় হবিগঞ্জের বাসটার্মিনাল এলাকায় সংগঠনের জেলা কমিটির সভাপতি রাহুল আহমেদ রনির ব্যক্তিগত কার্যালয়ে এক বছর মেয়াদি এ কমিটির অনুমোদন দেওয়া হয় । এ সময় উপস্থিত ছিলেন, অভিযাত্রী মানবতার কল্যাণ সংগঠনের কেন্দ্রীয় কমিটির কমিটির উপদেষ্টা ফয়জুর রহমান (রবিন), হবিগঞ্জ জেলার সভাপতি রাহুল আহমেদ(রনি),
সাধারণ-সম্পাদকঃআবু বক্কর (সানি)
যুগ্ম-সাধারণ-সম্পাদকঃসৌরভ আহমেদ, মোতায়ের আহমেদ প্রমূখ। কমিটির অন্যানদের মধ্যে শেখ রাসেল আহমেদকে সিনিয়র সহসভাপতি, মোঃ সোহান আহমেদ ও মোঃনবীর হোসাইনকে সহসভাপতি, সুইটি খানুম, পুলক দেবনাথ ও আকাশ আহমেদ রাজকে
যুগ্ম-সাধারণ সম্পাদক, সাজিদুর রহমান (শান্ত)কে দপ্তর-সম্পাদক, আল-রাব্বানী (শাকিল)কে প্রচার-সম্পাদক, পিংকি আক্তারকে অর্থ-সম্পাদক, সুজন রুদ্রপাল ক্রীড়া-সম্পাদক, -রবিন আহমেদকে ধর্ম-সম্পাদক, ও সজীব দাস, মোঃপারভেজ আহমেদ, মোঃমোহন আহমেদ, অনিক দাস, মোঃ দেলোয়ার হোসেন(শাকিল)কে নির্বাহী সদস্য করা হয়। বিষয়েসভাপতি মোঃ আব্দাল মিয়া বলেন, “আমাদের সংগঠনটি সেচ্ছাসেবী, অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। উক্ত সংগঠন মানবাধিকার কর্মী বান্ধব হিসাবে দুঃস্থ গরীব অসহায় পরিবারের পাশে থাকা ও বিভিন্ন সেবা মূলক কর্ম-কান্ড পরিচালনা করে থাকে। দেশ ও মানুষের এই ক্লান্তি লগ্নে সব সময় সাধারণ মানুষের পাশে থেকে আর্তমানবতার কল্যাণে মানবিক আর্দশকে বুকে ধারণ করে মানবতার সেবায় আমরা কাজ করে যেথে চাই।
এই প্রতিজ্ঞা আমাদের সংগঠনে সকল সদস্যদের। আমরা সকলের দোয়া সহযোগিতা প্রত্যাশা করি ।
উল্লেখ্য আব্দাল মিয়া পুনরায় সভাপতি নির্বাচিত করায় সকল সদস্য ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply