নিজস্ব প্রতিনিধি : ব্যারিস্টার সুমন একাডেমির চেয়ারম্যান ব্যারিস্টার সুমনের সাথে শতাধিক মটর বাইক বহরে সৌজন্য সাক্ষাত করেন মিরপুর গীতিকার মামুন ফুটবল একাডেমির সদস্যরা। শুক্রবার সকাল ১১টায় চুনারুঘাটে ব্যারিস্টার সুমনের বাসভবনে এসে সাক্ষাত করেন। এসময় ব্যারিস্টার সুমন বলেন, গীতিকার মামুন ফুটবল একাডেমিকে সাধ্য অনুযায়ী সহযোগীতা করব আর গীতিকার মামুন সে বিভিন্ন সামাজিক সংঘটনে জড়িত আজ সে নিজের নামে একাডেমি খুলে প্রতিদিন প্র্যাকটিস করাচ্ছে আমি অনেক খুশী আমি চাই তোমরা মামুনের কাঁদে পা রেখে একেকজন ভালো খেলোয়ার হবে যাতে করে আমার ব্যারিস্টার সুমন ও গীতিকার মামুন ফুটবল একাডেমির দুইয়েকটা ছেলেকে বাংলাদেশের বড় বড় ক্লাবে দিতে পারি। পরিশেষ খেলোয়াড়দেড় জার্সি ও বল প্রদান করেন।
Leave a Reply