প্রথমসেবা ডেস্কঃ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই মধ্যপ্রাচ্যে আগামী বুধবার থেকে জিলহজ মাস শুরু হবে। ৩১ জুলাই (শুক্রবার) ঈদুল আজহা উদযাপন করা হবে। সোমবার সৌদি আরবের সর্বোচ্চ আদালত জানায়, মঙ্গলবার ৩০ জিলকদ। ২২ জুলাই জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে ৩১ জুলাই ঈদুল আজহার প্রথম দিন। ২২ জুলাই জিলহজ মাসের প্রথমদিন এ বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। এতে সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের ১০ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন। করোনা ভাইরাসের সংক্রমণরোধে সৌদি আরবের সিদ্ধান্তে এ বছর সীমিত আকারে হজ অনুষ্ঠিত হচ্ছে।
ইতিমধ্যে সৌদি সরকারের পক্ষ থেকে যেসকল স্থানে হাজিরা অবস্থান নেন, সে সব জায়গা প্রস্তুত রাখা হয়েছে।
সৌদি সরকার অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এ বছরে হজের প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
Leave a Reply