শেখ জাহান রনি মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে নাদিয়াতুল জান্নাত নামে এক
স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ। ১১জুলাই শনিবার বিকালে
মাধবপুর উপজেলা উত্তর শাহপুর নতুন বাজার এলাকার একটি বাসা থেকে ঝুলন্ত
লাশ উদ্বার করা হয়। সে ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর
ছাত্রী। সে নাসিরনগর উপজেলার গুকর্ন গ্রামের হাসানুজ্জামানের মেয়ে।
হাসানুজ্জামানও তার স্ত্রী তাহমিনা আক্তার মাধবপুর উপজেলার শাহপুর নতুন
বাজার এলাকায় একটি কোম্পানীতে কাজ করেন। এ সুবাদে স্থানীয় সিরাজ
মিয়ার বাড়িতে প্রায় দু বছর যাবত ভাড়া বাসায় থাকেন। শনিবার সকালে
মা ও বাবা কর্মস্থলে ধন্যবাদ চলে যান। বিকালে এসে দেখে ঘর ভিতর থেকে
দরজা বন্ধ। সারা শব্দ না পেয়ে ঘরের দরজার ছিদ্র দিয়ে দেখতে পান
মেয়ে জান্নাতের ঝুলন্ত লাশ। এসময় তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন
জোড়ো হয়। খবর পেয়ে মাধবপুর থানার উপ পরির্দশক ইসমাইল হোসেন ভুইয়া তার লাশ
উদ্ধার করেন। মাধবপুর থানার ওসি তদন্ত গোলাম দস্তগীর আহমেদ জানান লাশ
উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।বিষয় টি তদন্ত করে দেখা হচ্ছে।ময়না
তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এদিকে মেয়ের মা
পুলিশ কে জানান তার মেয়ের কিছুটা মানুষিক সমস্যা ছিল। তবে এমৃত্যু
নিয়ে এলাকায় নানা গুঞ্জন দেখা দিয়েছে।
Leave a Reply