শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন

চুনারুঘাটে টাস্কফোর্স অভিযানে ২৩৫ বস্তা চা- পাতা উদ্ধার আটক ২

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩০৬ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : জেলার চুনারুঘাট উপজেলার ৩ নং দেওরগাছ ইউনিয়নের চান্দপুর বস্তি এলাকায় ৫ টি চা পাতা বোঝাই গোডাউনে ও বাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশের টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। ২৯জুন বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল এর নেতৃত্বে বিজিবি ও পুলিশের অংশগ্রহণে টাস্কফোর্সের অভিযানে ২৩৫ বস্তা অনুমান ১১ হাজার কেজি অবৈধ চা পাতা উদ্ধার করা হয়েছে। এসময় অবৈধ চা পাতা গুদামজাত করে রাখার কারণে তাজুল ইসলাম লিটন(৪৫) ও মোঃ মানিক মিয়া( ৬৫) কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। । অভিযানে বিজিবির পক্ষে সহকারি পরিচালক নাসির উদ্দিন ও চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ নাজমুল হক উপস্থিত ছিলেন। চা পাতা ক্রয়ের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় পাতা জব্দসহ আটক দুইজনকে থানায় হস্তান্তর করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে টাস্কফোর্সের এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। এ রিপোর্ট লেখাকালে আটকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com