রায়হান আহমেদ:চুনারুঘাটের অসচ্ছল ৬ জন সাংবাদিককে আর্থিক অনুদান প্রদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হলো চুনারুঘাট সাংবাদিক কল্যান ফাউন্ডেশন। ‘সাংবাদিকদের কল্যাণে অঙ্গিকারবদ্ধ আমরা’ এই স্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার বিকেলে এ উপলে সামাজিক দুরত্ব বজায় রেখে পৌর শহরের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট প্রেসকাবের সভাপতি কামরুল ইসলাম ও পরিচালনা করেন চুনারুঘাট সাংবাদিক ফোরাম সভাপতি খন্দকার আলাউদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন-দৈনিক যুগান্তরের সিনিয়র স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন তালুকদার। বক্তব্য রাখেন, চুনারুঘাট প্রেসকাবের সাধারন সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক এনটিভি প্রতিনিধি ইসমাইল হোসেন বাচ্চু, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি হাসান আলী, ইনকিলাব প্রতিনিধি এসএম সুলতান খান, ভোরের কাগজ প্রতিনিধি জুনায়েদ আহমদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রায়হান আহমদ, যুগ্ন-সম্পাদক মোঃ শওকত আলী, অর্থ সম্পাদক এসএম জিলানী আখনজি, নির্বাহী সদস্য শেখ ইসমাইল হোসেন তুহিন, ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম ও নোমান আহমেদ প্রমুখ। পরে সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট চুনারুঘাট সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। এতে সিনিয়র সাংবাদিক মোঃ আলমগীর হোসেন তালুকদারকে সভাপতি, কামরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ জামাল হোসেন লিটন ও আবুল কালাম আজাদকে সহ সভাপতি, ইসমাইল হোসেন বাচ্চুকে সাধারণ সম্পাদক, মহিদ আহমদ চৌধুরী ও মোস্তাক আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক ও খন্দকার আলাউদ্দিনকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রায়হান আহমদ, দপ্তর ও প্রশিন সম্পাদক শেখ ইসমাইল হোসেন তুহিন, সাহিত্য সম্পাদক কামরুল হাসান শাকিম, সমাজ কল্যান সম্পাদক মীর জুবায়ের আলম, আইন বিষয়ক সম্পাদক মোস্তাক বাহার, ক্রীড়া সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন। নির্বাহী সদস্যরা হলেন, নুরুল আমিন, হাসান আলী, জাহাঙ্গীর আলম, এসএম সুলতান খান, এস আর রুবেল, নুর উদ্দিন সুমন ও এসএম শওকত আলী। সভা শেষে চুনারুঘাটের অসচ্ছল ও এক সাংবাদিক পরিবারে সদস্য সহ ৬ জনকে সাংবাদিককে আর্থিক অনুদান দেয়া হয়।
Leave a Reply