স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। করোনামুক্ত সনদ না থাকলে যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। তবে কাতারে বাংলাদেশি যাত্রী প্রবেশের অনুমতি না থাকায় আপাতত শুধু ট্রানজিট ফ্লাইটের যাত্রী বহন করতে পারবে কাতার এয়ারওয়েজ। জানা গেছে, নিষেধাজ্ঞা উঠলেও ১৬ জুন ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট চালাবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আগামী ২১শে জুন এ রুটে ফ্লাইট চালানোর কথা রয়েছে বিমানের। ২১ শে জুনের টিকিট বিক্রি করছে বিমান। আর কাতার এয়ারওয়েজ দোহা-ঢাকা-দোহা রুটে শুধু ট্রানজিট যাত্রী পরিবহন করতে পারবে। তবে কাতারে এ মুহূর্তে কোনো বাংলাদেশি এয়ারলাইন্স ফ্লাইট চালাতে পারবে না।
Leave a Reply