শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন

চুনারুঘাটের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীদের মানববন্ধন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯
  • ৫১০ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগ ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের সুতাং নদী থেকে বালি ও বিভিন্ন গ্রামের ফসলী জমি থেকে মাটি ব্রিকফিল্ডে পরিবহনের কারনে রাস্তাঘাট ও পরিবেশ ধ্বংসের কারণে এলাকাবাসী ফুসে উঠেছে। রাস্তাঘাটে গ্রামবাসী ও স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীরা চলাচল করতে না পারার কারণে উপজেলার ৪টি ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক লোকজন মানববন্ধন করেছে।মানববন্ধন থেকে রাস্তাঘাট দিয়ে বালু ও বেপরোয়া মাটি পরিবহন গাড়ি বন্ধের দাবী জানিয়েছে ছাত্র ছাত্রী ও গ্রামবাসীরা। অন্যতায় তারা রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন। স্থানীয়রা জানায়, উপজেলার পশ্চিম দেওরগাছ, বনগাঁও, নয়ানীসহ বিভিন্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র ফসলী জমির মাটি কিনে আমতলী সতং রেল লাইনের পাশের রাস্তা দিয়ে স্থানীয় কয়েকটি ব্রিকফিল্ডে পরিবহন করে আসছে। এমনকি সুতাং নদীর বালি ও এ রাস্তা দিয়ে পরিবহণ করা হয়। একারণে রাস্তাঘাট নষ্ট ও ধুলো বালিতে একাকার হয়ে গেছে রাস্তা আশপাশের পরিবেশ। এতে এলাকার স্কুল কলেজ মাদ্রাসাগামী ছাত্রছাত্রীসহ জণসাধারণ হুমকিরমুখে চলাফেরা রতে হয়। ট্রাক্টারের ধুলাবালি এমন আকার ধারণ করছে ফলে পালঠেগেছে প্রাকৃতিক দৃশ্যপট। ধুলার কারনে শিশুরা স্কুল প্রতিষ্ঠানে গিয়ে কাপড় খুলে পরিস্কার করতে হয়। এত ধূলো অনেক শিশু নানা রোগ দেখা দিয়েছে। এতে শিশুরা প্রতিদিন ধুলায় মেখে বাসা বাড়ি ও স্কুলে যাচ্ছে। এমন অবস্থায় এলাকার ৪টি গ্রামের মানুষ নজরে আসে তারা সংশ্লিটদেরকে জানালেও তারা কোন কর্নপাত করেনেনি। ২৮ জানুয়ারি সোমবার সকালে ছাত্র ছাত্রী ও অভিবাবক এবং এলাকাবাসী রাস্তায় ও বাজারে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার মুরব্বী আইয়ূব আলী, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন মোল্লা, আকবর আলী, সোহেল মিয়া, যুবলীগ সদস্য লুৎফুর রহমান, জসিম মিয়া, সেলিম মিয়া, নয়ন মিয়া, কাজল মিয়া, শামসু মিয়া, আহাদ মিয়া, স্কুর কলেজের শিক্ষার্থীসহ অনেকেই। তারা অনতিবিলম্বে ঐ রাস্তা দিয়ে মাটি ও বালি পরিবহন বন্ধের সংশ্লিষ্টদেরকে দাবী জানান। অন্যতায় তারা এ রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com