এফ এম খন্দকার মায়া চুনারুঘাটঃ-হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নে বৈশাখী ঢলে ডুবে যাচ্ছে শত এক ব্যুরো ধানের জমি।কৃষকের মাথায় যেন আকাশ বেঙ্গে পরা।সামাজিক উদ্যোক্তা ও ইউনিয়ন মাদক বিরোধী শক্তি সংগঠনের সভাপতি কায়কোবাদ এর ক্যামেরায় এর সত্যতা পাওয়া যায়। দেশ যখন করোনাভাইরাসে আতঙ্কিত।চারপাশের মেহনতী মানুষ যখন গৃহবন্দী। এমতাবস্থায় শ্রমিক ও প্রাকৃতিক অবস্থার অবনতির কারনেই বচিবিল জোঁয়াল চাঁন্দ,নোওয়া গাঁও গ্রামের পাশে প্রায় শত একর ধানি জমি বৈশাখী বৃষ্টির ঢলে ডুবে ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকগন।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সহায়তায় কৃষকগোষ্ঠী উপকৃত হলেও এই অঞ্চলে পরেনি বিন্দুমাত্রও চাপ।তাই কৃষকের মাথায় হাত।তাদের দাবি যদি তাদের পাশে সরকারি বেসরকারি লোকজন সহযোগিতার হাত বাড়িয়ে দেন।তাহলে এমন দুরবস্থার থেকে রক্ষা পাওযা সম্ভব।
Leave a Reply