শেখ মোঃ হারুনুর রশিদ।। হবিগঞ্জের চুনারুঘাটের গাজিপুরে শিশুদের ঝগড়া নিয়ে সাজিব মিয়া (২৫)নামের যুবক খুন হয়েছে।
সে উপজেলার গাজিপুর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের উস্তার মিয়ার ছেলে।এলাকাবাসী সুত্রে জানাযায়,রবিবার(১৯ এপ্রিল)বিকালে শিশুদের ঝগড়া নিয়ে নুর হোসেনের পুত্র ফয়সল মিয়া ও উস্তার মিয়ার পুত্র নিহত সাজিব মিয়ার মধ্যে বাক-বিতন্ডা হয়। পরে সন্ধ্যায় সেই ক্ষোভে নুর হোসেনের পুত্র ফয়সল সাজিবকে ছুরিকাঘাত করে।তাৎক্ষণিক দ্রুত সাজিবের স্বজনেরা তাকে প্রথমে চুনারুঘাট হাসপাতাল ও পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এই খুনের সাথে জড়িত ব্যাক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
Leave a Reply