শেখ মোঃ হারুনুর রশিদ:চুনারুঘাট উপজেলার সীমান্ত দিয়ে চীন থেকে আমদানিকৃত রসুন পাচার করা হচ্ছে ভারতে।চোরাকারবারিরা রাতের আঁধারে পিকআপভ্যান ভর্তি রসুন পৌঁছে দেয় তাদের আস্তানায়। সেখান থেকে পাচার করা হয় ভারতে।
উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে পাচারকালে একটি রসুনের চালান আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
গুইবিল সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের মানিকভাণ্ডার গ্রামে অভিযান পরিচালনা করে।এ সময় ওই গ্রামের সুলতানের বাড়ির পাশ থেকে জব্দ করা হয় ২৪ বস্তায় ১২ শ’ কেজি রসুন।
জানা যায়, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার কালামণ্ডল গ্রামের আইয়ূব আলী একটি পিকআপভ্যান দিয়ে ২৪ বস্তা রসুন পাচারের জন্য মানিকভাণ্ডার গ্রামে নিয়ে রাখে।বিজিবি সদস্যরা এ তথ্য জেনে সেখানে অভিযান চালিয়ে ২৪ বস্তা রসুন জব্দ করে।
জানা যায়,মানিকভান্ডার দিয়ে পাচার করে এসব রসুন ভারতের ত্রিপুরা রাজ্যের বেলচর এলাকায় পৌছায় পাচারকারীরা।
পাচারকারীরা চীন থেকে আমদানিকৃত রসুন স্থানীয়ভাবে পাইকারীমূল্যে ক্রয় করে প্রতি কেজি ১শ’ ১৫ টাকা মূল্যে। ত্রিপুরার স্থানীয় বাজারে রসুনের বর্তমান বাজার মূল্য ১৮০ থেকে ১৯০ টাকা কেজি।
বিজিবি গুইবিল সিমান্তে ফাঁড়ির নায়েক সুবেদার হাবিবুর রহমান ২৪ বস্তা রসুন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,১৩ অক্টোবর রোববার সকালে বিজিবি ৫৫ ব্যাটেলিয়নের মিডিয়া উইং থেকে বিস্তারিত জানানো হয়েছে।
Leave a Reply