স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট উপজেলার রশিদপুর পারকুল পাহাড়ে ফরহাদ মিয়া নামে এক যুবককে হত্যার ঘটনায় আসামী গিয়াস উদ্দিনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেছে আদালত। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এই দন্ডাদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৪ ফেব্র“য়ারী সকাল ১০টা থেকে দুপুর ২টার মাঝে চুনারুঘাট উপজেলার পারকুল গ্রামের আব্দুল কাদির এর ছেলে ফরহাদ মিয়াকে গুলি করে হত্যা করা হয়। বনপ্রহরী ফরিদপুরের নগরকান্দা থানার কুড়াইল গ্রামের তাসির উদ্দিন মাতব্বর এর ছেলে গিয়াস উদ্দিন বনবিভাগের অফিসারের সাথে বিরোধ নিস্পত্তি করে দিবে বলে ফরহাদ মিয়াকে পারকুল পাহাড়ের ভিতর নিয়ে বন্দুক দিয়ে গুলি করে হত্যা করে।
ওই দিনই ফরহাদ মিয়ার পিতা আব্দুল কাদির বাদী হয়ে গিয়াস উদ্দিনসহ ৭জনকে আসামী করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার উপ-পরিদর্শক সামছুল হক শুধুমাত্র গিয়াস উদ্দিন এর নামে অভিযোগপত্র দাখিল করেন। পরে চিকিৎসকসহ ৭ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উপরোক্ত দন্ডাদেশ দেন। রায় ঘোষনাকালে আসামী পলাতক ছিল।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট আব্দুল আহাদ ফারুক। তিনি বলেন, এই রায়ে রাষ্ট্র পক্ষ খুশি। এর মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। একজন সরকারী কর্মচারী নিজেদের অপরাধ ঢাকতে এভাবে সাধারন লোককে নির্মমভাবে হত্যা করবে তা মেনে নেয়া যায় না।
Leave a Reply