স্টাফ রিপোর্টারঃ আজ বৃহস্পতিবার শপথ নিচ্ছেন হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে বিজয়ী মেয়র মিজানুর রহমান মিজান, নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও মহিলা ভাইস-চেয়ারম্যান কন্ঠশিল্পী মুক্তা আক্তার। মালয়েশিয়া থাকার কারণে শপথ নিতে পারছেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান। এ ব্যাপারে গাজীউর রহমান ইমরান পরবর্তীতে শপথ নেয়ার জন্য সিলেট বিভাগীয় কমিশনানের বরাবরে লিখিত আবেদন করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মিজান, ইকবাল ও মুক্তার শপথ অনুষ্ঠিত হবে। এদিকে, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান জানান, দলীয় নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণের পর সন্ধ্যায় হবিগঞ্জ ফিরেই তিনি পৌরসভায় দায়িত্ব গ্রহণ করবেন। শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল জানান, বৃহস্পতিবার বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দলীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে শপথ গ্রহণ করবেন। উল্লেখ্য, গত ২৫ জুন হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিজান এবং ১৮ জুন নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে আব্দুর রশিদ তালুকদার ইকবাল চেয়ারম্যান নির্বাচিত হন। এই নির্বাচনে ভাইস-চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান ও কষ্ঠশিল্পী মুক্তার আক্তার মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন।
Leave a Reply