নিজস্ব প্রতিনিধি ঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী পদক্ষেপ গণপাঠাগারের ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। আয়-ব্যয় ২ লক্ষ ৬১ হাজার ৮ শত টাকা ধরা হয়েছে।
এদিকে ১৮/১৯ অর্থ বৎসরের আয় ২,১৮,৩৪০ টাকা এবং ব্যয় ১,৭৮,৫৪৯ টাকা, ব্যাংক স্থিতি ৩৯৭৯১ টাকা।
শুক্রবার সকাল ১১ ঘটিকায় পদক্ষেপ গণপাঠাগারে অর্থ সম্পাদক এস এম মিজানুর রহমান প্রস্তাবিত বাজেট ও বিগত বছরের আয়-ব্যয় ঘোষনা করেন ।
এদিকে পদক্ষেপ গণপাঠাগারের সভাপতি মোস্তফা মোর্শেদের সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচির প্রতিবেদন পেশ করেন গণপাঠাগারের সেক্রেটারি মনিরুল ইসলাম জুয়েল।
এ সময় বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন পদক্ষেপ গণপাঠাগারের সহ-সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, প্রচার সম্পাদক মোহাম্মদ নুরুউদ্দিন, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক এহতেরামুল হক সোহাগ, নির্বাহী সদ্স্য ও সাবেক সভাপতি প্রভাষক মাজহারুল ইসলাম প্রমুখ।
সাধারণ সদস্যদের উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, আব্দুল ওয়াদুদ খান, হুমায়ুন কবীর মিলন, সাইফুর রহমান কায়েস,সিরাজুর রহমান সেলিম প্রমুখ।
উল্লেখ্য, সাধারণ সভায় বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে উপদেষ্টা পরিষদ গঠন হয়।
Leave a Reply