নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জে পিস্তল ঠেকিয়ে মোটর সাইকেল ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারী চক্রের এক সদস্য। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে শহরের ৩নং পুল এলাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় সর্বত্র আতংক বিরাজ করছে। এদিকে, মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনার পুরো দৃশ্যটি সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, তাঁর ব্যবহৃত ১০০ সিসি’র ডিসকোভারি মোটর সাইকেলটি নিচ তলার একটি ব¬কে রেখে দ্বিতীয় তলায় তিনি মাদকদ্রব্যের অফিসে কাজ করছিলেন। হঠাৎ এক জন যুবক এসে মোটর সাইকেলটির তালা ভাংতে শুরু করে। এ সময় সিসি ক্যামেরায় দৃশ্যটি দেখে তিনি তাঁর অফিসের স্টাফ মাহবুবকে মোটর সাইকেলটি দেখে আসতে পাঠান। মাহবুবকে দেখেই ওই ছিনতাইকারী দ্রুত তার কোমরে থাকা পিস্ত বের মাহবুবের দিকে থাক করে। এ সময় সে মাহবুবের দিকে এগিয়ে যেতেই মাহবুব দৌড়ে গিয়ে আত্মরক্ষা করে। এ সময় দ্রুত ওই ছিনতাইকারী মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে বেশ কয়েকজন লোক এগিয়ে গেলেও ছিনতাইকারীর আর কোন পাত্তা পাওয়া যায়নি।
ইন্সপেক্টর মিজানুর রহমান আরো জানান, ছিনতাইয়ের পুরো দৃশ্য সিসি ক্যামেরায় রেকর্ড আছে। ঘটনার পরপরই হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শ করেছেন।হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীকে সনাক্তের চেষ্ঠা চলছে। দ্রুতই তাকে আটক করে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply