নুর উদ্দিন সুমন।। হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ জুন) বিকেলে উপজেলার খোয়াই নদীর কাজিরখিল ব্রিজের পাশে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ইকবাল।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ব্রিজের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল প্রভাবশালী একটি মহল। পরিবেশের ক্ষতি করে এই বালু উত্তোলনে ক্ষোভ দেখা দেয় স্থানীয়দের মধ্যে। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
একপর্যায়ে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান করলে পরিচালনা করলে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ১০টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও বালুভর্তি দুইটি ট্রাক জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল জানান, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালানো হয়। এসময় বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply