নাজিম উদ্দিন সুহাগ ।। হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে এসআই মহিন উদ্দিনসহ একদল পুলিশ উপজেলার আকিব ব্রিক ফিল্ড
ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হল কুখ্যাত ডাকাত বহু অপকর্মের হুতা গোবরখলা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে সফিকুর রহমান(৩৮), উসমান পুর গ্রামের রফিক মিয়ার ছেলে আব্দুল জলিল ( ৩৬), জারুলিয়ার গ্রামের মৃত ছাবের মিয়ার ছেলে কাজল মিয়া(৩৮), গোবরখলা গ্রামের সুরুজ মিয়ার ছেলে লোকমান(৩৭)। আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, উপজেলার আসামপাড়া আকিব ব্রিক ফিল্ড মুখোশধারী১০/১২জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ গভীর রাতে তাদের আটক করা হয় বাকিরা পালিয়ে যায়। এ সময় তাদের তল্লাশি করে দেশীয় অস্ত্র রামদা, কিরিজ চুরা উদ্ধার করা হয়। চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জমান জানান, ঈদ মওসুমে চুনারুঘাটকে অশান্ত করার চেষ্টা একরছে একটি চক্র। মানুষের এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের পাশাপাশি পুলিশও ব্যবস্থা নিয়েছে। এবারের ঈদযাত্রা হবে যানজটমুক্ত ও ভোগান্তিহীন। যেকোনো ধরনের ছিনতাই ও চাঁদাবাজি রুখতে আমরা জিরো টলারেন্সে নিয়েছি, অভিযোগ পেলে এতে যে কোন ব্যক্তি জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধানে জানাগেছে পুলিশের সন্দেহের তীর পুর্বাঞ্চলের এক ইউপি সদস্যের দিকে, তারা তার চলাফেরার গতিবিধি এবং তার কার্যক্রম জানতে অনুসন্ধানে মাঠে নেমেছেন। সংশ্লিষ্টতা পেলেই তাকে আইনের আওতায় আনা হবে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply