নুর উদ্দিন সুমন।। হবিগঞ্জের চুনারুঘাট মুড়িছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একটি ড্রেজার মেশিন বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। মঙ্গল বার দুপুরে সহকারী কমিশনার ভূমি স.ম. আজহারুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, মুড়িছড়ায় অবৈধভাবে বালু উত্তল করছে একটি চক্র এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। আমাদের উপস্থিতিটের পেয়ে অনেকই পালিয়ে গেছে। আমরা তাৎক্ষনিক একটি ড্রেজার মেশিন পুড়িয়ে বিনষ্ট করেছি । যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে পৃথক সময় অভিযান করেন অবৈধভাবে দোকানগুলোতে যত্রতত্র ফেলে রেখে বিক্রি করছে এলপিজি সিলিন্ডার। এসব দোকানদার বেশিরভাগই বিস্ম্ফোরক পরিদপ্তরের লাইসেন্স নেননি। তা ছাড়া ঝুঁকি জেনেও দোকানিরা সনদ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ঝুঁকিপূর্ণ এ জ্বালানি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করে পরিদপ্তরের লাইসেন্স ছাড়া অবৈধভাবে যত্রতত্র বিক্রি করছে। এ কারণে শিগগিরই অবৈধভাবে এই জ্বালানি বিক্রি বন্ধে অভিযান চালানো হবে। স.ম. আজহারুল ইসলাম আরও বলেন, যেখানে সেখানে অবৈধভাবে মজুদ করে এই ঝুঁকিপূর্ণ সিলিন্ডার বেচাকেনা বেড়েছে। বেশিরভাগ দোকানি বিস্ম্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ছাড়াই এ ব্যবসা করছে
প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে, পরবর্তীতে জরিমানা করা হবে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply