মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনসহ বিভিন্ন অভিযোগে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনসহ বিভিন্ন অভিযোগে হোটেল আল আমিনকে ২০ হাজার টাকা, হোটেল বিসমিল্লাহকে ৫ হাজার টাকা, হোটেল অতিথিকে ৫ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় প্রীতি কসমেটিক্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে জানান, সামনে রমজান মাস আসছে। তাই রমজানকে সামনে রেখে যাতে করে কোন ব্যবসায়ী অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করতে না পারে লক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। পুরো রমজান মাসজুড়ে অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন মাধবপুর থানার একদল পুলিশ।
Leave a Reply