নিজস্ব প্রতিনিধি: বানিয়াচং সদরের চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খানের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগটি প্রাথমিক ভাবে সত্যতা প্রমানিত হওয়ায় তাকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে উপজেলা শিক্ষা অফিস। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল ইসলাম। উল্লেখ্য, গত মঙ্গলবার চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খানের বিরুদ্ধে। এর প্রতিকার চেয়ে ছাত্রীর বাবা শাহাবুদ্দিন উপজেলা শিক্ষা অফিসারের বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছেও জমা দেন তিনি। এদিকে ঘটনাটি সামাজিক ভাবে মিমাংসা করার জন্য অভিযুক্ত শিক্ষক উঠেপড়ে লেগেছেন। ছাত্রীর পরিবারকে ম্যানেজ করতে দফায় দফায় লোক পাঠাচ্ছেন মোজাম্মিল হোসেন খান। ঘটনার পর থেকেই শিক্ষক মোজাম্মিল হোসেন খান গা ঢাকা দিয়েছেন। বিষয়টি পুরো উপজেলা জুড়ে রসালো আলোচনার জন্ম দিয়েছে।
বানিয়াচং সদরের চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খানের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগটি প্রাথমিক ভাবে সত্যতা প্রমানিত হওয়ায় তাকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে উপজেলা শিক্ষা অফিস। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল ইসলাম। উল্লেখ্য, গত মঙ্গলবার চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খানের বিরুদ্ধে। এর প্রতিকার চেয়ে ছাত্রীর বাবা শাহাবুদ্দিন উপজেলা শিক্ষা অফিসারের বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছেও জমা দেন তিনি। এদিকে ঘটনাটি সামাজিক ভাবে মিমাংসা করার জন্য অভিযুক্ত শিক্ষক উঠেপড়ে লেগেছেন। ছাত্রীর পরিবারকে ম্যানেজ করতে দফায় দফায় লোক পাঠাচ্ছেন মোজাম্মিল হোসেন খান। ঘটনার পর থেকেই শিক্ষক মোজাম্মিল হোসেন খান গা ঢাকা দিয়েছেন। বিষয়টি পুরো উপজেলা জুড়ে রসালো আলোচনার জন্ম দিয়েছে।
Leave a Reply