সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই পৌর এলাকার আরামবাগে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে এক যুবক কে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটককৃত ব্যক্তি মুহিত মিয়া (৩৫) হবিগঞ্জের লাখাই উপজেলার বাসিন্দা। সে দিরাই পৌর শহরের আরামবাগ এলাকায় বসবাস করছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে আরামবাগস্থ মুজিব নিবাস সংলগ্ন মুহিত মিয়ার বসতঘরে পার্শ্ববর্তী ঘরের ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি। এ সময় শিশুটি কান্নাকাটি ও চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন টের পেয়ে মুহিত মিয়া নামের ওই ব্যাক্তিকে আটক করে পুলিশে খবর দেন। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল আটকের ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশুটির জবানবন্দির উপর ভিত্তি করে মুহিত মিয়া কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে’।
Leave a Reply