নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটের আমুরোড স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ত্যাগী নেতা কর্মীদের মুল্যায়ন না করায় অনুষ্ঠান পরিচালনাকারী ২ নং আহাম্মাদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু চেয়ারম্যানের উপর ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মী ও সমর্থকরা। এসময় পুলিশ ও স্থানীয় নেতা কর্মীরা এসে বিক্ষোদ্ধ নেতা কর্মীদের শান্ত করেন। গতকাল শনিবার দুপুর ১২টায় আমুরোড স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৪- আসনের এমপি বেসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী, তিনি আসার সাথে সাথে আসন গ্রহণ করার পর অতিথিদেরকে মঞ্চে ডাকা হয়। কিন্তু রহস্যজনক কারণে ত্যাগী নেতা কর্মীদের মঞ্চে না ডেকে, যারা বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার বিরোধীতা করেছেন, তাদেরকে অনুষ্ঠানে মঞ্চে আসন গ্রহন করান স্কুলের গভর্নিং বডির সভাপতি পরিচালনাকারী চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু। এর পরই প্রতিবাদ করেন কাউন্সিলর মর্তুজ আলী তার সাথে সাথে প্রতিবাদ করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রুবেলসহ ছাত্রলীগ যুবলীগ নেতৃবৃন্দ। পরে তারা বিক্ষোভ মিছিল করে নৌকার বিরোধীদেরকে মঞ্চ ত্যাগ করার দাবী জানায়।এবিষয়ে ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রুবেল জানান দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামীলীগের দুর্দিনে ছিলেন এবং বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার পক্ষে কাজ করেন তাদেরকে মঞ্চে ডাকা হয়নি, আর যারা বিগত নির্বাচনে নৌকা মার্কার বিরোধীতা করেন তাদেরকে মঞ্চে ডাকা হয়। এরপরই ত্যাগী নেতা কর্মীরা পরিচালনাকারী ও নৌকার বিরোধীকারীদের বিরুদ্ধে বিক্ষোভ করে, পরে স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। এঘটনায় ত্যাগী নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের আসন গ্রহণ ও পরিচয় পর্বে দ্বায়িত্বে ছিলেন সনজু চৌধুরী। এবিষয়ে চেয়ারম্যান সনজুর দাবী তার বিরুদ্ধে নয় বিগত উপজেলা পরিষদ নির্বাচনের নৌকার বিরুধীদেরকে মঞ্চে তুলায় তারা বিক্ষোভ করেন।
Leave a Reply