নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জে ৩ মাস করে দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদ-বিন হাসান এ দণ্ডদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের মৃত তরিক উল্লার পুত্র বেল্লাল হোসেন (৩০) ও জগন্নাথপুর উপজেলার গোতগাঁও গ্রামের মৃত জাহির আলীর পুত্র আক্কাছ হোসেন (৩২)।
ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সাসছুদ্দিন খাঁন জানান, দণ্ডপ্রাপ্তরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী। গত মঙ্গলবার রাতে এএসআই অনিক হোসেন ও এ এসআই রুবেল হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে মধ্যসমত গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেন।
গতকাল বুধবার দুপুরে আসামীদের নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদ-বিন হাসান এর কার্যালয়ে তাদের কে হাজির করা হয়। সেখানে তাদেরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদ-বিন হাসান সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমান আদালতে তাদেরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
Leave a Reply