নুর উদ্দিন সুমনঃ- সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চুনারুঘাট নারী উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী শুরু হয় নারী উন্নয়ন মেলা।নারীদের আয়মুখী কর্মকাণ্ডের সাথে যুক্ত করা, ক্ষমতায়ন, বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধ ও নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নারী উন্নয়ন মেলা, সকাল ১০টায় উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন, উদ্বোধন শেষে মেলা উপলক্ষে আগত বিভিন্ন নারী উদ্যোক্তাদের স্টল পরিদর্শন করেন অতিথিরা ।পরে মরহুম এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে আয়োজন করা হয় এক আলোচনা সভার। মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ধামালীর সভাপতি এডভোকেট মোস্তাক বাহার, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা (আসক) এর উপ-পরিচালক সাংবাদিক নুর উদ্দিন সুমনসহ বিভিন্ন নারী উদ্যোক্তারা এসময় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে নারীদের ব্যাপক উন্নয়ন হচ্ছে। নারীরা আজ পিঁছিয়ে নেই ,ঘরে বাইরে নারীরা আজ তাদের প্রতিভা প্রমান করছে । মেলায় বিভিন্ন নারী উন্নয়ন সমিতি ও সংগঠনের বেশ কয়েকটি স্টল দেখাগেছে, এ সব স্টলের নারীদের হাতে তৈরি নকশী কাঁথা, ব্যাগ, ব্লক বাটিক, পুঁতিসহ নানা সুচির কাজের বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করেন।
Leave a Reply