নুর উদ্দিন সুমন।। হবিগঞ্জের বাহুবলে পাহাড় কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছেন। এ সময় একটি এস্কেভেটর জব্দ ও এর মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ২ মার্চ শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসিম উদ্দিন। জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার পুটিজুরী ইউনিয়নের গুলগাও এলাকায় মাটিখেকো একটি চক্র পাহাড় কেটে ব্যবসা চালাচ্ছে। ওই চক্রটি পাহাড়ের মাটি ট্রাক, ট্রলি ও ট্রাক্টর বোঝাই করে বিভিন্ন স্থানে পাচার করছে। দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। একই সাথে পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে। বাঁধা দিলেও ভ্রুক্ষেপ করে না তারা।
শনিবার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসিম উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাহাড় কাটায় ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করেন এবং এর মালিক আব্দুল মতিনকে ২ লাখ টাকা জরিমানা করেন।
Leave a Reply