আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আরব আমিরাতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে এমন আশ্বাস মিলেছে বলে জানান তিনি।
স্থানীয় সময় সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠক করেন দেশটিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যসহ প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনও বৈঠকে উপস্থিত ছিলেন। পরে রাজপরিবারের সদস্যদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানও আলাদাভাবে দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এসব আলোচনায় বাংলাদেশের জন্য সংযুক্ত আরব আমিরাতের শ্রম বাজারে সুযোগ সুবিধা বাড়ানোসহ দ্বিপক্ষীয় নানা ইস্যু উত্থাপিত হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
Leave a Reply