স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর সিটকো গ্যাস পাম্পের দক্ষিণ পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় কুমিল্লার দুই যুবক গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১৬ জুলাই রাত ৮ টার দিকে মিরপুর গ্যাস পাম্পের দক্ষিণে। জানা যায়, কুমিল্লা জেলার চান্দীনা উপজেলার কংগাই গ্রামের ববিন্দ্র নন্দীর ছেলে বাঁধন (২২) ও সন্তোষ ভুঁইয়ার ছেলে অরূপ ভুঁইয়া (২৬) দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ নতুন বাজার আগাতা পোল্ট্রি ফার্মে চাকরি করে আসছেন। মঙ্গলবার রাত প্রায় ৮ টার দিকে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে শায়েস্তাগঞ্জ যাওয়ার পথে মিরপুর সিটকো গ্যাস পাম্পের দক্ষিণ পাশে একটি অজ্ঞাত গাড়ী মোটর সাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
Leave a Reply