নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অপরাধের দায়ে মোস্তাক হোটেলসহ ৪টি প্রতিষ্ঠানকে ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৪ ফেব্রয়ারী) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করেন হবিগঞ্জের ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এ সময় অতিরিক্ত মূল্যে আদায় ও নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে মাছুম বিল্লাহ হোটেল কে ৩০ হাজার একই এলাকার মোস্তাক হোটেলকে ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
এছাড়াও মুল্যতালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয় করার অভিযোগে চুনারুঘাট পৌরশহরের মেসার্স জননী ভান্ডার কে ৩ হাজার ও মেসার্স দোহা ষ্টোরকে ৩ হাজার করে জরিমানা করা হয়। ভ্রম্যমান আদালতকে সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জের ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।
Leave a Reply