নুর উদ্দিন সুমন: জেলার চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ এলাকায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার(৯ ফেব্রয়ারী) দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে উভয়দণ্ড প্রদান করেন। জানা গেছে, চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের মুড়ারবন্দ এলাকায় গাঁজা সেবনের দায়ে তিনজনকে ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১শ টাকা করে জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন: সিলেট জেলা সদরের মৃত কবির উদ্দিনের পুত্র জয়নাল আবেদিন (৪০), মুড়ারবন্দ এলাকার মৃত মনর আলীর পুত্র আব্দুল হান্নান(২৫), একই এলাকার মৃত আকবর আলীর পুত্র আমীর আলী(৩০), । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, নিয়মিত মাজার এলাকায় বসে গাঁজা সেবন করে আসছিল তারা । বৃহস্পতিবার দুপুরে মুড়ারবন্দ এলাকায় জনশূন্য এলাকায় তিনজন বসে গাঁজা সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মো: রফিকুল ইসলাম ও এসআই রবি উল্লাহ ও চুনারুঘাট থানার লিটন রায়সহ একদল পুলিশ মুড়ারবন্দ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকের সময় তাদের নিকট থেকে গাঁজা ও গাঁজা খাওয়ার সরাঞ্জাম উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ দেয়া হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১শ টাকা করে জরিমানা করেন। এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার জানান, এ ধরনের অভিযান অব্যাহত আছে।
Leave a Reply