নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাট উপজেলার মদিরকোনা গ্রাম থেকে দিলারা (২৮) নামে এক গৃহবধূ ও কেউন্দা এলাকা থেকে খোকন (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ আগস্ট বৃহস্পতিবার, রাত ১১ টায় চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ মিরাশি ইউনিয়নের রাকি এলাকা থেকে ওমান প্রবাসীর স্ত্রী দিলারার খাতুনের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেন। দিলারা রাকি গ্রামের ওমান প্রবাসী কাউছারের স্ত্রী। একইদিনে দুপুরে এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ দুপুর ১২ টায় উবাহাটা ইউনিয়নের কেউন্দা ধান্যজমি থেকে খোকনের মৃতদেহ উদ্ধার করেন। খোকন কেউন্দা গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র। খোকনের বোন পিয়ারা বেগম জানান, খোকন মৃগীরোগে আক্রান্ত ছিল সকাল ১০ টায় ধান্য জমিতে মাছ ধরতে গেলে ওই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তবে পুলিশ বলছে রহস্যজনক পিএম রিপোর্ট পেলে মৃতুর কারণ জানা যাবে। এদিকে গৃহবধূ দিলারা খাতুনের মৃত্যু নিয়ে নিয়ে নানা গুনজন শুরু হয়েছে। কেউ বলছেন আত্নহত্যা, আর কেউ বলছেন হত্যা। তবে দিলারার ভাই সুরুজ মিয়ার দাবী তার বোবকে হত্যা করা হয়েছে। ঘটনার পর পর দিলারার শাশুড়ি ও ভাসুর পলাতাক থাকায় রহস্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রাতেই মাধবপুর সার্কেল মহসিন আল মুরাদ ঘটনার স্থল পরিদর্শন করেন। এবিষয়ে রাত ১২ টায় চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ জানান, লাশ উদ্ধার করে সুরতহাল করে মর্গে পাঠানো হবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিষয়টি হত্যাকান্ড কিনা তদন্ত চলছে।
Leave a Reply