চুনারুঘাট প্রতিনিধি ॥চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির ও আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হোসনে আকল মিয়ার হত্যারকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় চুনারুঘাট সর্বদলীয় সংগ্রাম ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়। পথ সভায় সর্বদলীয় সংগ্রাম ঐক্য পরিষদের আহবায়ক আলহাজ্ব সালাম তালুকদারের সভাপতিত্বে ও ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলামের পরিচালনা এতে বক্তব্য রাখেন-পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, ব্যকস সাধারণ সম্পাদক আলহাজ্ব ছিদ্দিকুর রহমান মাসুদ, প্রিন্সিপাল আফসার আহমেদ তালুকদার, চুনারুঘাট প্রেসক্লাব সেক্রেটারী জামাল হোসেন লিটন, জাতীয় পার্টির সাবেক নেতা খাইরুল গনি, মাদ্রাসা মাধ্যমিক শিক্ষক সমিমির সেক্রেটারী মাসুক মাষ্টার, আহলে সুন্নাত ওয়াল জামাতের সেক্রেটারী মাওলানা আব্দুল খাইয়ুম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মরতুজ সরদার, পৌর যুবলীগের আহবায়হ নাজমুল ইসলাম বকুল, যুগ্ম-আহবায়ক মাজেদুল ইসলাম লুবন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সুহেল আরমান। উল্লেখ্য, গত বছরের ১ মার্চ ভোরে আবুল হোসেন আকল মিয়া বাল্লা রোডের তার নিজ বাসা থেকে মসজিদে ফজরের নামাজ পড়তে আসার পথে দুর্বৃত্তের হামলায় নির্মমভাবে নিহত হন। এ ঘটনায় ৪ জনকে আসামী করে তার ছেলে নামজুল ইসলাম বকুল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর মামলার এজাহার ভুক্ত আসামী শামীম, সুমন ও শামীমের ভাই শিহাবকে পুলিশ গ্রেফতার করে। পরবর্তীতে তাদের তিনজনের স্বীকারোক্তির ভিত্তিতে এই খুনের সাথে সম্পৃক্ততা থাকায় সৈয়দ ইয়ামিন ও সাইফুল আলম রুবেলকে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করে। এই হত্যা মামলার এজাহারভুক্ত ১ ও ২নং আসামী কুতুব আলী ও রঞ্জন পাল এখনও পলাতক রয়েছে।
Leave a Reply