শেখ জাহান রনি,মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিভিন্ন দুর্যোগে অসহায় হয়ে পড়া১২শ ৬০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৫জুলাই শনিবার হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান অসহায় দুস্ত মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন। গতকাল শনিবার (২৫ জুলাই) সকালে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন ও নোয়াপাড়া ইউনিয়নে ১ হাজার ২ শ পরিবারেকে ঈদ উপহার হিসেবে চাউল, ডাল, তেল, সেমাই ও চিনি বিতরণ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা, ও ত্রান মন্ত্রণালয়ে অর্থায়ণে প্রধান মন্ত্রীর ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের উদ্যেগে বন্যায় ক্ষতিগ্রস্ত মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের আতকা পাড়া গ্রামে বন্যা ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
মাধবপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ মাসুদুল ইসলাম জানান উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রধান মন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হবে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ, হবিগঞ্জ পৌর সভার সাবেক মেয়র আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য শহিদ উদ্দিন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুল ইসলাম ,ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উদ্দিন আহমেদ, নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ জাবেদ প্রমুখ উপস্হিত ছিলেন।
Leave a Reply