নাজিম উদ্দিন সুহাগঃ- এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে গণ সচেতনতা সৃষ্টির লক্ষে এক মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় হবিগঞ্জ শহরতলীর ভাদৈ আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে এ সমাবাশে অনুষ্ঠিত হয়। সমাবেশে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল, সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হাসান মোল্লা, ভাদৈ আইডিয়াল হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান এমএ রাজ্জাক, গোপয়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদকমুক্ত সমাজ না গড়তে পারলে কোন জাতি উন্নতির শিখরে আরোহন করতে পারবে না। তাই স্কুলের সকল শিক্ষার্থীদেরকে এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরে প্রধান অতিথি সকল শিক্ষার্থীদেরকে মাদক গ্রহন সেবন ‘না’ করতে শপথ বাক্য পাঠ করান
Leave a Reply