রাজীব দেব রায় রাজু, মাধবপুর ॥মাধবপুরে গভীর রাতে ঘুমন্ত দুই বোনের উপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় ওই দুই বোনের উপর জানালা দিয়ে এসিড ছুড়ে মারে অজ্ঞাত দূর্বৃত্ত। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে। এসিড আক্রান্ত হাবিবা (১৮) ও আয়েশা (১০) উপজেলার বাঘাসুরা গ্রামের এখলাছ মিয়ার কন্যা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।হাবিবা ও আয়েশার পারিবারিক সুত্র জানায়, হাবিবা আক্তারকে প্রায় ১০ মাস পূর্বে বিয়ে দেয়া হয় ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সায়েক গ্রামের ছায়েদ আলীর পুত্র মুমিন মিয়ার সাথে। গত ১৫ দিন আগে পারিবারিক ভাবে তাদের বিবাহ বিচ্ছেদ (ডিভোর্স) হয়। বৃহস্পতিবার হাবিবা প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে তাদের কক্ষে ছোট চার বোনকে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত প্রায় ২টার দিকে কে বা কারা ঘরের জানালার গ্রিল ভেঙ্গে তাদের উপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। দুর্বৃত্তের ছুড়া এসিডে হাবিবা আক্তার ও তার ছোট বোন আয়েশা আক্তারের শরীর ঝলসে যায়। আয়েশা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। তাদের শোর-চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে তাৎক্ষণিক দু-বোনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইফুর রহমান সোহাগ প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করেন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ডাঃ সাইফুর রহমান জানান, দু-বোনই এসিডে আক্রান্ত হয়েছে। এর মধ্যে বড় বোন হাবিবা আক্তারের মুখের প্রায় ৭০ শতাংশ ঝলসে গেছে। তার অবস্থা আশংকাজনক। এছাড়াও ছোট বোন আয়েশার শরীরের বিভিন্ন স্থানে এসিড পড়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply