শেখ মোঃ হারুনুর রশিদ।। প্রাণঘাতি মহামারি করোনাভাইরাসের কারণে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৯ নং রাণীগাঁও ইউনিয়নের গৃহবন্দী শতাধিক গরীব ও অসহায় পরিবারকে “আলোড়ন” সামাজিক সংগঠন এর পক্ষ থেকে সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ওই এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তাঁরা।
তারা বলেন, দেশের এই সংকটময় মূহুর্তে “আলোড়ন” এর প্রত্যেকটি সদস্য তাদের সামর্থ্য অনুযায়ী গরীব, অসহায় মানুষের পাশে থাকবে এবং সমাজের বিত্তবানরা যার যার সামর্থ্য অনুযায়ী গরীব, অসহায়দের পাশে দাড়াঁবেন এটাই তাদের প্রত্যাশা।
উল্লেখ্য,”আসুন সেবার হাত বাড়িয়ে, দুঃখ দেই তাড়িয়ে” এই স্লোগানকে ধারণ করে ওই ইউনিয়নের দেশে ও প্রবাসে থাকা একঝাঁক তরুনদের নিয়ে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারীতে “আলোড়ন” সামাজিক সংগঠনটি গঠন করা হয় এবং সংগঠনের উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply