স্টাফ রিপোর্টার ॥ আমরা বাগানে কাম করি। সাকালে ঘুম থাইক্কা উটিয়া কাজে যাই বাড়ি আসি সন্ধায়। বার বার হাত কেমনে ধুব। আমরাত ভাইরাস টাইরাস কিছুই বুঝিনা। বাগানি মেম্বার চেয়ারম্যান কেওত কোন কিছু বুঝাইলনা। কথা গুলো বলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিচড়া চা বাগানের নিয়মিত শ্রমিক উষা ঝড়া। এমন ২৫ হাজার চা শ্রমিক আছেন যারা প্রতিদিন বাগানে কাজ করেন। এদের হাত ধুয়া দুরে থাক নিয়মিত গোসল করার সুযোগ হয়না। মরন ব্যাধি করোনাভাইরাস সম্পর্কে তারা কিছুই যানেনা। বাগান মালিকরাও এ ব্যাপারে উদাসিন। কোনো শ্রমিককে তারা এ পর্যন্ত মাস্ক ও হাত ধোয়ার স্যানিটাইজার বিতরণ করেনি। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় ফাঁড়িসহ ২৪ টি চা বাগানে নিয়মিত চা শ্রমিক পরিবারের সদস্যসহ প্রায় ৭৫ হাজার লোকের বসবাস। যাদের অক্লান্ত পরিশ্রমে চা শিল্প আজ বাংলাদেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। তাদের নিয়ে বাগান মালিক,চেয়ারম্যান,মেম্বার এমনকি স্থানীয় প্রশাসনের কোন মাথাব্যথা নেই। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ কালের কণ্ঠকে বলেন,এমন খবর দুঃখজনক। আমি এ ব্যাপারে বাগানের ম্যানাজারদের নিয়ে জরুরী ভাবে বৈঠক করব। শ্রমিকদেরকে সচেতন করা হবে। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন, যারা চা বাগানে নিয়মিত কাজ করেন তাদেরকে উপজেলা পরিষদ থেকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হবে।
Leave a Reply