নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালমুখ বাজারস্থ খোয়াই নদী পারাপারের একমাত্র সম্ভল বাঁশের সাকো। যদিও যুগের পর যুগ ওই অঞ্চলের মানুষজন একটি ব্রীজের দাবী করে আসছেন। কিন্তু সে দাবী আলোর মুখ দেখেনি আজও। জানা যায়, ২১০ ফুট এই সাকো পাড়ি দেন নারী, শিশুসহ সহস্রাধিক মানুষ। যা নারী-শিশু ও বয়স্কদের জন্য নিতান্তই ঝুঁকিপূর্ণ। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে নৌকা আর শুকনো মৌসুমে বাঁশের সাকোই একমাত্র সম্ভল তাদের। পুরনো দাবী একটি ব্রীজের যা আলোর মুখবে কবে তা কেউ জানেনা।
Leave a Reply