নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৪৫ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করেছে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম।
মঙ্গলবার দুপুরের দিকে পৃথকভাবে আসা পাঁচযাত্রীর লাগেজ তল্লাশি করে এসব সিগারেট জব্দ করা হয়।বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ সিগারেট উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এন এস আই টিম পাঁচযাত্রীর লাগেজে তল্লাশি করে ৯৪৫ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করে। পরে এসব সিগারেট কাস্টমস-এর কাছে হস্তান্তর করা হয়। জব্দ সিগারেটের মূল্য প্রায় ১৯ লাখ টাকা। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply