সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই লাখ টাকা জরিমানা আল-আকসা সুন্নিয়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী নবীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু। মিশুক চালক নাঈম হত্যা মামলায় ৪ জন আটক ॥ ৩ জনের স্বীকারোক্তি চুনারুঘাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হবিগঞ্জ থেকে মিশুক চালক নিখোঁজের ৭ দিন পর ॥ চুনারুঘাটের রঘুনন্দন পাহাড়ের নির্জন স্থানে নাঈম’র গলাকাটা লাশ উদ্ধার শায়েস্তাগঞ্জে চেতনা নাশক ঔষুধ স্প্রে পার্টির ৪ সদস্য আটক শায়েস্তাগঞ্জে দিনে দুপুরে চালককে ছুরিকাঘাত করে ছিনতাই ॥ আহত ২ শায়েস্তাগঞ্জে স্প্রে নিক্ষেপ করে আবারও দুই বাড়িতে চুরির চেষ্টা সাংবাদিক সুজনের পিতা কাজী আব্দুল হান্নান মাষ্টারের ৩য় মৃত্যু বার্ষিকী

অবশেষে বিদ্যুতে আলোকিত গোলগাঁঁও

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৬৮ বার পঠিত

নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নিভৃত পল্লী গোলগাঁও গ্রামের ১০৪টি পরিবার বিদ্যুতে আলোকিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে আনুষ্ঠানিক বিদ্যুৎ উদ্বোধনের মাধ্যমে প্রায় দীর্ঘ ৪ বছরের অপেক্ষার অবসান হয়। এর আগে এ পরিবারগুলোর বিদ্যুৎ সংযোগের জন্য বর্তমান বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি থাকাকালে ২০১৫ সালে ডিও প্রদান করেন। এতে বিদ্যুৎ সংযোগের অনুমোদন আসে। কিন্তু নানা জটিলতায় এ বিদ্যুৎ সংযোগ আনুষ্ঠানিকতা হচ্ছিল না। অবেশেষে জটিলতা কাটিয়ে আনুষ্ঠানিকভাবে গোলগাঁওয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর পুত্র জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রিমন লস্কর এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। গোলগাঁঁও স্কুল মাঠে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ ফুল মিয়ার সভাপতিত্বে ও ফয়সল আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির চুনারুঘাটের এজিএম নুরুন নবী সিদ্দিকী, উপজেলা তাঁতীলীগের সভাপতি কবির খন্দকার, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রইছ উল্লাহ। বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল ওয়াহাব, তাঁতীলীগের সহ-সভাপতি মোঃ ফজল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল, মুরুব্বী আব্দুল মজিদ, আব্দুর রশিদ, সাবেক মেম্বার মোঃ কাজল মিয়া,বাহুবল উপজেলা কৃষকলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান এনাম, যুবলীগ নেতা খোকন চৌধুরী, কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, ছাত্রলীগ নেতা তারেক জাকারিয়া, ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি আব্দুল হান্নান রিপন, মোঃ স্বপন মিয়া, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, আব্দুল আউয়াল, মাওঃ মনসুর আহমদ, ফয়জুল ইসলাম, মাওলানা মামুন মিয়া, হৃদয় আহমেদ প্রমুখ। এ সময় গ্রামের তৃণমূল লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রিমন লস্কর বলেন, তার পিতা নির্বাচিত হওয়ার পুর্বে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ছিল না। সে সময়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম বিদ্যুতের। বিদ্যুৎ দিতে পেরেছি বলে নিজের কাছে ভালো লাগছে। তিনি বলেন, গ্রামে গ্রামে পাকা রাস্তা হবে। তালিকা প্রেরণ করা হয়েছে। চিন্তার কারণ নেই। শুধু চাই দোয়া ও আপনাদের ভালবাসা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com