নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক কামাইছড়া পুলিশ ক্যাম্পের পুর্বে চা- বাগান এলাকার ঢালুতে নিয়ন্ত্রণ হারিয়ে হবিগঞ্জ শ্রীমঙ্গল এক্সপ্রেস যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারীসহ বাসে থাকা হেলপার ঘটনার স্থলেই বাসের নিছে পড়ে নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয় লোকজন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে রশিদপুর গ্যাস ফিল্ডের ক্রেন দিয়ে গাড়ির নিচ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন বাসের হেলপার শায়েস্তাগঞ্জ উপজেলার মড়রা গ্রামের মৃত ক্বারী মো: ছাদিকু ইসলামের ছেলে আবু সাঈদ(৩০) হবিগঞ্জ সদর উপজেলার দূর্লভপুর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের স্ত্রী কমলা আক্তার (৬৬), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ উত্তরসুর এলাকার শ্রী কৃষ্ণপদ দেব নাথের স্ত্রী দিপা দেবনাথ (২৮)। এদিকে মুমূর্ষ অবস্থায় চুনারুঘাট উপজেলার পারকুল চাবাগান এলাকার রানু বৈদ্যর ছেলে কানাই বৈদ্য (৪২)কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্ররেণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহী বাস হবিগঞ্জ শ্রীমঙ্গল এক্সপ্রেস(হবিগঞ্জ ব ০৫-০০৩১) কামাইছড়া পাহাড়ী এলাকার টার্নিং পয়েন্টে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে খাদে পড়ে যায়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সব আহতদের উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ(ওসি) কেএম মনিরুজ্জামান চৌধুরী দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। কামাইছড়া সাতগাঁও ফাড়ি ইনচার্জ মো: মাসুক মিয়া বলেন এঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে গাড়িটি উদ্ধার করা হয়েছে চালক পলাতক। আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, বাহুবল উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাৎক্ষনিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি
Leave a Reply