স্টাফ রিপোর্টারঃ বানিয়াচঙ্গ জনাব আলী ডিগ্রি কলেজে ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদে ভাইস প্রিন্সিপাল শামছুজ্জামান খানসহ এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। বখাটেদের এহেন কর্মকান্ডে শিক্ষক মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনার জের ধরে কলেজের গভনিং বোর্ডের সদস্য জরুরী বৈঠক করে ওই বখাটেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা যায়, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ৩/৪জন যুবক কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রীদের কমন রুমের কাছে মোবাইলে ছবি তোলার চেষ্টা করলে ওই কলেজের ভাইস প্রিন্সিপাল শামছুজ্জামান খান প্রতিবাদ করেন। এ সময় বখাটেরা তার উপর চড়াও হয়। তখন কলেজের ক্রীড়া শিক্ষক জাকারিয়া চৌধুরী এগিয়ে আসলে বখাটেরা তার সাথেও একই রকম আচরণ করে। পরে কলেজের সকল শিক্ষার্থীরা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিদর্শন করে। বিকাল ৩টায় বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য জরুরী সভার আহ্বান করা হয়। কলেজের প্রিন্সিপাল শফিউজ্জামান খান জানান, গতকাল ২/৩ জন যুবক দু-তলায় উঠে মেয়েদের কমন রুমে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভাইস প্রিন্সিপাল বাধা দিলে তার সাথে অসধাচরণ করে। বানিয়াচঙ্গ থানার ওসি রঞ্জণ কুমার সামন্ত বলেন, ‘বিষয়টি জানার সাথে-সাথে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তবে অভিযুক্তদের ধরা সম্ভব হয়নি। তাছাড়া এখানো থানায় কোন লিখিত অভিযোগ পৌছে নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply