স্টাফ রিপোর্টারঃ শান্তিপূর্ণ ও দাঙ্গামুক্ত হবিগঞ্জ গড়ার লক্ষে দেশীয় অস্ত্র সংগ্রহের অভিযান শুরু করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএমপিপিএম)। তিনি গতকাল শনিবার আনুষ্ঠানিক ভাবে বানিয়াচঙ্গ উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে উত্তর সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমাদান ও আলোচনা সভা এবং সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রামের সর্বশ্রেণীর হাজারো লোকজন জড়ো হন।
সভা শুরুর আগে উত্তর সাঙ্গর গ্রামের বিভিন্ন গোষ্টির প্রধান মুরুব্বীয়ানগনের নেতৃত্বে বিভিন্ন জাতের দেশীয় অস্ত্র অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপারের কাছে জমা দেন। এর মধ্যে রয়েছে টেটা, ফিকল, বল্লমসহ প্রায় ২ হাজার অস্ত্র। এ সময় জমাদানকারীরা প্রতিজ্ঞা করেন আর দাঙ্গায় জড়াবেন না।
অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার বলেন, ‘হবিগঞ্জ একটি সুন্দর জেলা। এ জেলায় সম্ভাবনার অনেক কিছুই রয়েছে। বিশ্বের অত্যাধুনিক রিসোর্ট দ্যা প্যালেস রয়েছে এখানে। আছে চা-বাগানসহ পর্যটন এলাকা। গড়ে উঠেছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। তবে এ জেলার একটি দুর্নামও রয়েছে। সেটি হলো দাঙ্গা। দাঙ্গামুক্ত হলে এ জেলা দেশের ৩/৪টি জেলার মধ্যে ১টি জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে’। তিনি আরো বলেন, ‘দাঙ্গা কখনও কারো জীবনে শান্তি ভয়ে আনবে না। দাঙ্গা অশান্তি বয়ে আনে। তাই আপনাদের এখন সময় দাঙ্গামুক্ত হওয়ার। যাতে পরবর্তী প্রজন্ম দাঙ্গা কি চিনে না’।
বানিয়াচং থানার ওসি রঞ্জন সামন্ত এর সভাপতিত্বে এবং উপ-পরিদর্শক ধ্র“বেশ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস.এম ফজলুল হক, বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম।
বক্তৃতা করেন, মন্দরী ইউনিয়ন চেয়ারম্যান শেখ সামছুল হক, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইদ্রিছ মিয়া, সাধারণ সম্পাদক এ এইচ এম জাহির।
Leave a Reply