শেখ মোঃ হারুনুর রশিদ।। চুনারুঘাট পৌর শহরের যানজট নিরসন,নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও সরকারের সম্পত্ত্বিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসন গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) নুসরাত ফাতিমা ও পৌর মেয়র নাজিম উদ্দিন সামছুর নেতৃত্বে শহরের বিভিন্ন অবৈধ স্থাপনা ও পার্কিং ঘুরে দেখা হয়।
এবং ২৪ ঘন্টার মধ্যে অবৈধ স্থাপনা ও পার্কিং সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সতর্কবাণী দেওয়া হয়।
বৃহস্পতিবার (২১ নবেম্ভর) বেলা সাড়ে ১২ টায় পৌর শহর ঘুরে ঘুরে এসব নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে,উল্লেখিত বেধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে যদি অবৈধ স্থাপনা ভাঙ্গা না হয় ও যত্রতত্র যে কোন গাড়ি পার্কিং হয় তাহলে
আগামী শনিবার(২৩ নবেম্ভর) থেকে পৌর শহরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং অবৈধভাবে যত্রতত্র গাড়ী পার্কিং করলে সেগুলো জব্দ করা হবে।অকারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের হেরফের হলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারী সংকেত প্রদান করা হয়।
Leave a Reply